Chit Fund Case: ১৫ দিন সময় চেয়ে চিটফান্ড মামলায় CBI-র দ্বিতীয় তলব এড়ালেন সুবোধ অধিকারী I Bangla News
চিটফান্ড মামলায় সিবিআইয়ের দ্বিতীয় তলবেও হাজিরা এড়ালেন উত্তর ২৪ পরগনার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। ১৫ দিন সময় দেওয়ার আবেদন জানিয়ে আইনজীবী মারফৎ সিবিআইয়ের অফিসে চিঠি পাঠান তিনি। অন্যদিকে, বর্ধমান সানমার্গ মামলায় গ্রেফতার হালিশহরের পুরপ্রধান রাজু সাহানিকে কাল ফের তোলা হবে আদালতে।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Chit Fund Case ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News Subodh Adhikari