TMC Leader Death:গুমায় তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় নতুন মোড়, বিক্ষোভ বাসিন্দাদের।ABP Ananda LIVE
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার গুমায় তৃণমূলের উপপ্রধান খুনের (TMC Panchayat Panchayat Vice Chairman Murder) ঘটনায় নতুন মোড়। ধৃত পলাশ শর্মার বাড়ির সামনে জমা থাকা কাঠের গুঁড়োর মধ্যে উদ্ধার একটি আগেয়াস্ত্র। পলাশের পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তারের দাবিতে সরব এলাকার বাসিন্দারা। ভাঙচুর মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়ি ও দোকানে। বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লেন পুলিশকর্মীরা।
Continues below advertisement
Tags :
North 24 Parganas DISTRICT TMC Panchayat Vice Chairman Death Guma Panchayat Vice Chairman Death