Madan Mitra:'মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্ত্র', কেন বললেন মদন মিত্র?ABP Ananda LIVE
'মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার হলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্ত্র। এর মধ্যে যাঁরা আলাদা করার চেষ্টা করছেন, আমার মনে হয় তাঁরা দলের মধ্যে বিভাজনের কথা ভাবছেন', মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। একই সঙ্গে বললেন, 'মহাভারত যত পড়ছি তত মনে হচ্ছে, যাঁরা পিতা-মাতা বা অভিভাবক, তাঁরা ধৃতরাষ্ট্র বা গান্ধারী।' আর কী শোনা গেল তাঁর মুখে? এবিপি আনন্দে এক্সক্লুসিভ।
Tags :
TMC MP Abhishek Banerjee TMC MLA Madan Mitra DISTRICT MAMATA BANERJEE Madan Mitra On Kunal Ghosh