CAA Controversy:'৩০ মার্চের মধ্যে সিএএ-র বিধি তৈরি হয়ে যাবে',ঠাকুরনগরে গিয়ে ফের সিএএ বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।ABP Ananda LIVE
ঠাকুরনগরে গিয়ে ফের সিএএ বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 'নাগরিকত্ব সংশোধনী আইন দেশে প্রণয়ন হয়ে গেছে', মতুয়াদের সামনে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্রর। সঙ্গে সংযোজন, '৩০ মার্চের মধ্যেই সিএএ-র বিধি তৈরি হয়ে যাবে। কেউ মতুয়াদের দেশ থেকে তাড়াতে পারবে না'। শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।
Tags :
Shantanu Thakur CAA Rules Ajay Kumar Mishra North 24 Parganas News DISTRICT Union Minister Of State For Home Affairs