ABP News

North 24 Pargana News: কলকাতার পর মগরাহাট, ফের উদ্ধার অস্ত্র

Continues below advertisement

Kolkata Update: কলকাতার পর মগরাহাট, ফের উদ্ধার অস্ত্র। একটি পাইপগান, ওয়ান শটার সহ একচল্লিশ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে মগরাহাটের একটি বাড়ি থেকে। গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককে।

 

মহাকুম্ভে পদপিষ্টদের পরিবারকে কত টাকা, এই ক্ষেত্রে কীভাবে নির্ধারিত হয় ক্ষতিপূরণের পরিমাণ?

 

ভোররাতে মহাকুম্ভে পদপিষ্টের (Mahakumbh Stampede) খবরে ঘুম ভাঙে দেশবাসীর। যোগী রাজ্যের প্রশাসন জানাচ্ছে, ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ক্ষেত্রে মহাকুম্ভে ক্ষতিগ্রস্তদের পরিবার কি ক্ষতিপূরণ পাবে ? জেনে নিন, সরকারি নিয়ম কী বলে।

মৌনী অমাবস্যা ঘিরেই বিপুল ভক্তের সমাগম
 উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত এই মহাকুম্ভে ইতিমধ্যেই কোটি কোটি ভক্ত এসেছেন। যোগী সরকারের ধারণা, আরও কোটি কোটি ভক্তের সমাগম হবে মহাকুম্ভে। আজ, অর্থাৎ 29 জানুয়ারি, মৌনী অমাবস্যার পবিত্র সময় কোটি কোটি ভক্ত স্নান করতে প্রয়াগরাজ পৌঁছেছিলেন। কিন্তু ভোরবেলা ভক্তদের জন্য এল দুঃসংবাদ। প্রয়াগরাজ মহাকুম্ভে পদপিষ্টি হয়ে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। এখন প্রশ্ন উঠছে, এই পদপিষ্টি হয়ে মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে কি ? এই ধরনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে কি? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram