North 24 Parganas: বাজেয়াপ্ত ফোন দেওয়াকে ঘিরে হুড়োহুড়ি, অশিক্ষককর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
Choto Jaguria: বাজেয়াপ্ত ফোন দেওয়াকে ঘিরে হুড়োহুড়ি, অশিক্ষককর্মীর মৃত্যু। পরীক্ষা চলাকালীন বাজেয়াপ্ত মোবাইল দেওয়ার সময় হুড়োহুড়ি । হুড়োহুড়ির মাঝে পড়ে গিয়ে ছোট জাগুলিয়ায় অশিক্ষক কর্মীর মৃত্যু। ছাত্রদের একাংশের বিরুদ্ধে স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ। কীভাবে স্কুলের অশিক্ষক কর্মীর মৃত্যু? এখনও ধোঁয়াশা। 'পরীক্ষার সময় ফোন আনা নিষিদ্ধ, ফোন দেওয়ার সময় বচসা'। কী হয়েছে জানি না, ছুটির পরে হয়েছে, দাবি স্কুল কর্তৃপক্ষের