Extortion:টিটাগড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য, তোলা চেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, দোকান ভাঙচুর।Bangla News
উত্তর ২৪ পরগনার টিটাগড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য। পুজোর আগে তোলা চেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। দোকান ভাঙচুর।ব্যবসায়ীর অভিযোগ, গতকাল রাতে সাপ্তাহিক তোলা চেয়ে লোহার রড নিয়ে দোকানে হামলা চালায় ৪ দুষ্কৃতী। ব্যবসায়ীকে মারধর করে। ভাঙচুর করে শো কেস। আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসায় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় টিটাগড় থানার পুলিশ একজনকে আটক করেছে। বিটি রোডের ওপর দুষ্কৃতী হামলায় আতঙ্কিত ব্যবসায়ীরা।
Tags :
Extortion ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews North24parganas Vandalished