BJP : এসডিও, বিডিওদের আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ABP Ananda Live
Continues below advertisement
গণধোলাইয়ের পর এবার চড়াম চড়াম এবং আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি। এসডিও, বিডিওদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক (BJP MLA) সুব্রত ঠাকুর। হাবড়া ১ নম্বর ব্লকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে মন্তব্য সুব্রত ঠাকুরের (Subrata Thakur)। এসডিও, বিডিওদের জনগণ পিষে মারবে বলে মন্তব্য করেন গাইঘাটার বিজেপি বিধায়। অনুব্রত মণ্ডলের সবরকম দাওয়াই প্রশাসনিক আধিকারিকদের ওপর প্রয়োগ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
Continues below advertisement
Tags :
Threat Bangla News Bangla News Live Bjp ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Westbengal ABP Ananda Bengali News