Chok Bhanga 6Ta: মন্ত্রীর সামনে সপাটে চড়েও নেই রেহাই, এবার 'বুঝে নেওয়ার হুমকি'!

মন্ত্রীর সামনে সপাটে চড়েও নেই রেহাই, এবার 'বুঝে নেওয়ার হুমকি'! দিদির সুরক্ষাকবচের প্রচারে তৃণমূলকর্মীর ঘাড়ধাক্কা, চড়ের পর এবার 'হুমকি'!
দত্তপুকুরে বিজেপির মণ্ডল সভাপতিকে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দিদির সুরক্ষাকবচে অভিযোগ জানাতে গিয়ে মন্ত্রীর সামনেই জুটল চড়!
পরিকল্পনা করেই পুরো বিষয়টি ঘটানো হয়েছে, পাল্টা অভিযোগ খাদ্যমন্ত্রীর। ব্যক্তিগত সমস্যা জের, বিজেপি নেতাকে চড়-বিতর্কে সাফাই খাদ্যমন্ত্রীর।
মাঠ নিয়ে নিজেদের মধ্যে সমস্যা, দলকে হেয় করতে চক্রান্ত, দাবি খাদ্যমন্ত্রীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola