Ground Zero 1 PM: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই অভিযোগকারীকে সপাটে চড় তৃণমূল কর্মীর

দিদির দূত কর্মসূচিতে আক্রান্ত অভিযোগকারী। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই অভিযোগকারীকে সপাটে চড় মারলেন এক তৃণমূল কর্মী। এদিন দত্তপুকুরের ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাউবনা এলাকায় দিদির দূত কর্মসূচিতে যান মন্ত্রী রথীন ঘোষ। খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতে এলে মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে চড় মারেন এক তৃণমূল কর্মী। পরে আক্রান্তের পিঠ চাপড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মন্ত্রী। ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা বলে সাফাই রথীন ঘোষের।  'দিদির সুরক্ষাকবচে রাজ্যের মানুষই অরক্ষিত', কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola