Madan Mitra : কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এবার থেকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মদন মিত্রের
কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এবার থেকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মী পুজোর দিনে ঘোষণা করলেন এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে উদ্বৃত্ত টাকা জমা রাখবেন দলের কর্মীরা। সেই টাকা দেওয়া হবে গরিবদের। প্রচার পেতে এসব করা হচ্ছে। কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
Tags :
TMC ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews MadanMitra LakshmirBhandar