Flood News: বর্ষা বিদায় নিলেও গাইঘাটা, স্বরূপনগরে ভাসছে ঘর-বাড়ি। জলবন্দি সাধারণ মানুষ।

Continues below advertisement

ABP Ananda Live: ভাসছে ঘর-বাড়ি। জলবন্দি সাধারণ মানুষ। জলের তলায় রাস্তা। হাঁটুর উপর জল ঠেলে চলছে যাতায়াত। রাস্তা না পুকুর, দেখে বোঝার উপায় নেই। জলমগ্ন রাস্তা পেরনোর একমাত্র উপায় নৌকা। বর্ষা বিদায় নিলেও এই ছবি উত্তর ২৪ পরগনার গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়ার। ইছামতী নদীর জল উপচে ভাসছে বিস্তীর্ণ এলাকা। এক মাস ধরে জলবন্দি এলাকাবাসী। কালীপুজোও জলের তলায় কাটবে, আশঙ্কা করছেন এবাকাবাসী। দীর্ঘদিন ধরে ইছামতী নদীতে ড্রেজিং না হওয়ার কারণেই প্রত্য়েক বছর এই পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। এ নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

আরও খবর,  সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার সরকারি-বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি।  ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। আজ সোদপুর থেকে ধর্মতলা ন্যায়বিচার যাত্রা। রবিবার অনশন মঞ্চে জমায়েতের ডাক। বার্তা মুখ্যমন্ত্রীকেও। অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসা সুনিশ্চিত হোক। মেডিক্যাল বোর্ড করে দিনে দু'বার দিতে হবে স্টেটাস রিপোর্ট, সমস্ত মেডিক্যাল কলেজে চিঠি স্বাস্থ্য দফতরের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram