TMC News:পঞ্চায়েতের তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির পাঁচিলে মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা !

ABP Ananda Live: সাত সকালে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির পাঁচিলে একেবারে মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা !

 

 

  সম্প্রতি নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে এনিয়ে প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু প্রকাশ্য়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হচ্ছিল। জাতীয় কমিশন এটা গ্রহণ করে নিয়েছিল, যে এমন ডুপ্লিকেট নাম্বার হয়েছে।কিন্তু ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার। সেটা প্রকৃতই একজন ভোটার, এটা নির্বাচন কমিশন বলেছিল। ক্রমশই চাপ বাড়ছিল , নির্বাচন কমিশনের উপর।

মূলত মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ  বিজেপি নেতা  শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।'তেনাদে'র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola