North 24 Parganas:'মর্মান্তিক ঘটনা,আমাদের দলের জন্য এটা একটা বড় ক্ষতি',মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের
Continues below advertisement
ABP Ananda LIVE: 'মর্মান্তিক ঘটনা, আমাদের দলের জন্য এটা একটা বড় ক্ষতি। বিজন দাস (Bijan Das)ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাঁকে যে এভাবে খুন হতে হল এটা অবিশ্বাস্য', বললেন কাকলি ঘোষ দস্তিদার (kakoli Ghosh Dastidar)। উত্তর ২৪ পরগনার গুমাতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন। গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুন। জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল।
Continues below advertisement