North 24 Parganas: টিটাগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ
টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখম হওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা স্থানীয় দুষ্কৃতী, তারাই মাঠের মধ্যে বোমা মজুত করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, এই অভিযোগে টিটাগড় থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ।
বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। বিস্ফোরণস্থলের ঢিল ছোড়া দূরত্বে প্রাইমারি স্কুল। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda North 24 Parganas ABP Ananda Bengali News