North Bengal News: পে লোডার দিয়ে পর্যটকদের হলং নদী পার করাল বন দফতর
ABP Ananda LIVE: জলদাপাড়া ট্যুরিষ্ট লজ থেকে পে লোডারের সাহায্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধার। পে লোডার দিয়ে পর্যটকদের হলং নদী পার করাল বন দফতর। জলদাপাড়া জাতীয় উদ্যানের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন বনমন্ত্রী। জলদাপাড়ায় আসছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।
মিরিকে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন যাদবপুর এবং গড়িয়ার বাসিন্দা
পাহাড়ে বৃষ্টির জেরে ধস, নাগরাকাটায় রাস্তা ভেঙে চুরমার। কুর্তিঝোরা নদীর জলে ভেঙেছে রাস্তা। বানারহাট থেকে নাগরাকাটা যাওয়ার রাস্তা বন্ধ। ফুঁসছে তিস্তা, তোর্সা, করলাও। দোসর হয়েছে ভুটান পাহাড় থেকে নামা জলের তোড়। জলপাইগুড়ির বানারহাটে হাতিনালা নদীর জল উপচে হুড়মুড়িয়ে ঢুকেছে গ্রামে। ভুটান পাহাড়ের জলে ভাসছে নাগরাকাটাও। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও NDRF। জল বেড়েছে করলা নদীতেও, যা উদ্বেগ তৈরি করেছে জলপাইগুড়ি শহরে। মিরিকে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন যাদবপুর এবং গড়িয়ার বাসিন্দা।