Khaibar Pass : শিলিগুড়িতে শুরু হয়ে গেল উত্তরের খাইবার পাস। কতদিন চলবে এই খাদ্য উৎসব?

Continues below advertisement

ABP Ananda LIVE : শীতের দুপুর হোক বা রাত, সামনে ধোঁয়া ওঠা বিরিয়ানির হাঁড়ি থেকে নরম তুলতুলে চিকেন বা মটন, পাশে তাকালেই লবস্টার ,কাঁকড়া, মোমোর আইটেম। শুধু খাবার আর খাবার। নেপথ্যে এবিপি আনন্দ খাইবার পাস। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল উত্তরের খাইবার পাস।  দেশবন্ধু পাড়ায় দাদাভাই সংঘের ময়দানে চলে আসতেই পারেন খাইবার পাসের সন্ধানে। 

গভীর রাতে বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছে গুদামে আগুন। ভস্মীভূত বেশ কয়েকটি দোকানও। দমকলের সাতটি ইঞ্জিনের প্রায় দু'ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে বারোটা নাগাদ পন্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। দোতলার গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে নিচের দোকানগুলিতে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাংলাদেশকে ফের কড়া বার্তা দিল বিদেশমন্ত্রক। প্রাথমিকভাবে সংখ্যালঘু-সহ নাগরিকদের জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। লোকসভায় লিখিত জবাবে এই কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram