Darjeeling News: রাজ্য় সরকারের উদ্য়োগে খুলতে চলেছে উত্তরবঙ্গের একাধিক চা বাগান | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রাজ্য় সরকারের উদ্য়োগে খুলতে চলেছে উত্তরবঙ্গের একাধিক চা বাগান। দার্জিলিংয়ে মাসের পর মাস বন্ধ থাকা তিনটি চা বাগান খোলার সিদ্ধান্ত হয়ে গেছে। আলিপুরদুয়ারেও কাজ শুরু হতে চলেছে একাধিক চা বাগানে। শ্রম দফতরের এই উদ্য়োগে হাসি ফুটেছে অসংখ্য় চা বাগানের শ্রমিকের মুখে। 

আরও খবর..

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে কথা বললেন মার্কিন বিদেশসচিব। সূত্রের খবর, ভারতকে বুঝিয়ে শান্ত করার জন্য আমেরিকার কাছে আর্জি জানিয়েছেন শাহবাজ শরিফ।                  সূত্রের খবর, ফোনালাপের সময় সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে শাহবাজ শরিফ দাবি করেন, এখনও পর্যন্ত সেদেশে সন্ত্রাসের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে ৯০ হাজার মানুষকে। এমনকী আর্থিকভাবে ১৫২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপের অভিযোগ করে শাহবাজ শরিফ মার্কিন বিদেশসচিবকে বলেন, আফগানভূমি থেকে পরিচালিত ISKP, TTP ও BLA-এর মতো জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের পথ থেকে পাকিস্তানকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে যা অত্যন্ত হতাশা ও উদ্বেগজনক। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola