Mamata Banerjee : উত্তরবঙ্গ পরিস্থিতি নিয়ে, সোশ্যাল মিডিয়ায় সকলকে শান্ত ও সংযত থাকার বার্তা মমতার
ABP Ananda LIVE :উত্তরবঙ্গ পরিস্থিতি নিয়ে, সোশ্যাল মিডিয়ায় সকলকে শান্ত ও সংযত থাকার বার্তা মমতার। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের জায়গায় জায়গায় ভূমি ধস। জলের তোড়ে সেখানে ভেঙেছে সেতু, নদীর গ্রাসে গিয়েছে ঘরবাড়ি। GTA সূত্রে খবর, এখনও পর্যন্ত দুর্যোগ পরিস্থিতিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৪ জন। এই পরিস্থিতিতে সোমবারই উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আশ্বাসবার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, 'আপনাদের চিন্তা করার কারণ নেই। যাদের সবকিছু চলে গেছে। আমাদের ভাইবোন, যাদের মৃত্যু হয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা ঘরে যেতে পারছেন না। থাকা খাওয়ার বন্দোবস্ত সব সরকার করবে। জামা কাপড় থেকে বিছানাপত্র, সব দিয়ে দেওয়া হবে। ব্যবস্থা করা হবে একজনের হোমগার্ডের চাকরির।'
Tags :
North Bengal Imd Heavy Rain Monsoon West Bengal Sikkim Weather Forecast Kalimpong Bridge Collapse Rescue Operations Mamata Banerjee Darjeeling Landslide Darjeeling Flash Floods North Bengal Weather India Weather Forecast Darjeeling Rain News Today North Bengal Flood News Weather Udpates Drjeeling Heavy Rain Drjeeling Landslide Death Landslides Landslides Dead West Bengal Landslides