Sabina Yasmin: চাকরি নিয়ে এবার মদনের সুর উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের গলায়
Continues below advertisement
Sabina Yasmin: চাকরি নিয়ে এবার মদনের সুর অপর মন্ত্রী সাবিনা ইয়াসমিনের (Sabina Yasmin) গলায় । যে সকাল-সন্ধ্যা মমতা ব্যানার্জি (Mamata Banerjee) জিন্দাবাদ বলছে, তাদেরই তো চাকরি হবে। আমরা ১০০ বার তাদের চাকরি দেওয়ার চেষ্টা করব। মন্ত্রীর কোটার চাকরি কংগ্রেস (Congress)-সিপিএমকে (CPM) নয় কোটার চাকরি তৃণমূলের ছেলেদেরই দেবো। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের।
Continues below advertisement