North Bengal Update: টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি, এবার করলা নদীর জল ঢুকল শহরে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকল শহরে। প্লাবিত জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় ঘরে ঘরে জল, জলবন্দি বহু মানুষ। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু-সমান জল। মাছ বাজার, পাইকারি বাজারে জল ঢোকায় সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা। একাধিক দোকান জলমগ্ন হয়ে পড়ায় মজুত জিনিস নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কবে জল নামবে, তা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা। অন্যদিকে, পাহাড়ে টানা বৃষ্টিতে কালিম্পঙের তিস্তাবাজার এলাকা জলমগ্ন। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল।
এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোররাতে ভাঙড় বাজারে ঘটনাটি ঘটে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়।