North Bengal Weather Update: উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা! এখন কী ছবি? ABP Ananda Live
ABP Ananda Live: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব (Cyclone Remal)। কোচবিহারজুড়ে (Coochbehar) ভারী বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকেই। আকাশ মেঘলা। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সতর্ক প্রশাসন। জলপাইগুড়িতেও আবহাওয়া খারাপ। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিম ও ভুটান পাহাড়ে। তার ফলে জলপাইগুড়ির নদীগুলিতে জলস্ফীতির সম্ভাবনা রয়েছে।
অন্য়দিকে, হাফ সেঞ্চুরি হাঁকাল দিল্লির তাপমাত্রা। বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রাও বটে। তবে দুপুরে গনগনে আঁচে পুড়লেও বিকালে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে দিল্লিতে। দিল্লিতে যখন এই পরিস্থিতি, তখন কলকাতাও ঘেমে নেয়ে একসা। ভ্য়াপসা গরমে নাজেহাল শহরবাসী। তবে সপ্তাহান্তে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।সপ্তম দফার ভোটের দিন, অর্থাৎ শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ফল প্রকাশের দিন অর্থাৎ ৪ জুনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জুন মাসের প্রথম ৪ দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে।