North Dinajpur: রায়গঞ্জে ফের চাঁদার 'জুলুম', মহিলা-সহ ৩ জনকে মারধরের অভিযোগ। ABP Ananda Live
রায়গঞ্জে ফের চাঁদার 'জুলুম', মহিলা-সহ ৩ জনকে মারধরের অভিযোগ। স্বামী-ছেলে-সহ মহিলাকে মারধরের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আক্রান্ত মহিলা। '১ হাজার টাকা চাঁদা দেওয়ার পরও ফের চাঁদা দাবি'। দ্বিতীয়বার চাঁদা দিতে অস্বীকার করায় মার, দোকানে ভাঙচুরের অভিযোগ মহিলার। অভিযোগ অস্বীকার তৃণমূলের স্থানীয় পুর-কোঅর্ডিনেটর ও ক্লাবের সভাপতির।
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital Raiganj ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel Beaten News