North Dinajpur: প্রকাশ্যে পুলিশকে গুলি করে খুনে অভিযুক্ত ফেরার! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রকাশ্যে পুলিশকে গুলি করে খুনে অভিযুক্ত ফেরার! গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী, আসামি চম্পট! 'কোর্টে যাতায়াতের পথেই ফেরার আসামির হাতে অস্ত্র' । 'সেই আগ্নেয়াস্ত্র দিয়েই পুলিশকে গুলি করে চম্পট আসামির' । 'আসামি ছিনতাইয়ের নিখুঁত ছক, ভ্যান থামতেই উধাও' । পুলিশকে গুলি করে সঙ্গীর আনা বাইকেই চম্পট সাজ্জাদ আলম: সূত্র । ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় শ্যুটআউট । কোর্ট থেকে জেলে ফেরার সময় জাতীয় সড়কের উপরেই হামলা! । শৌচালয়ে যাওয়ার নাম করে পুলিশের ভ্যান থামতেই শ্যুটআউট! । লুকোনো আগ্নেয়াস্ত্রে খুনের আসামির হামলা, আহত ASI, কনস্টেবল । হামলার সময় পুলিশের ভ্যানে ছিল ১ মহিলা-সহ ৩ আসামি । আসামিদের সুরক্ষায় ভ্যানে ছিলেন মহিলা পুলিশ-সহ ৫জন । গুরুতর আহত ASI নীলকান্ত সরকার, কনস্টেবল দেবেন বৈশ্য । ২০১৮: করণদিঘিতে সুরেশ দাসকে খুনের অভিযোগে গ্রেফতার সাজ্জাদ