North Dinajpur: সুদূর Siberia থেকে রায়গঞ্জে এল পরিযায়ী পাখি। Bangla News

Continues below advertisement

বসন্তের অতিথি ? তাও আবার সেই সুদূর সাইবেরিয়া (Siberia) থেকে ? আর তাদের দেখতে বহু পর্যটকের গন্তব্য এখন রায়গঞ্জ (Raiganj)। উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার এই শহরে এসেছে বিরল প্রজাতির পরিযায়ী হাস (Migratory Bird)। জানা যায়, এ বঙ্গে এর আগে একবারই দেখা গিয়েছিল এই প্রজাতির রাজহাস। এবছর তারা হাজির রায়গঞ্জের পানিশালা (Panisala) এলাকার দীপরাজা দিঘিতে। মঙ্গোলিয়া (Mongolia)  কিংবা সাইবেরিয়া অঞ্চলে দেখা যায় এই বিরল প্রজাতির রাজ হাস।  এদের নাম তুন্দ্রা বিন । বহুবছর ধরে এই জলাশয়ে সাইবেরিয়ান প্রজাতির রাজহাস গ্রেল্যাগ গুজ় (Greylag goose)-এর দেখা মেলে। তবে এবছর হঠাৎ তুন্দ্রা বিন রাজ হাসের (Tundra bean goose) দেখা মেলায় উচ্ছ্বসিত পাখিপ্রেমীরা। তাঁরা বলছেন, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে গ্রেল্যাগ প্রজাতির রাজহাসরা প্রায়শই ভারতে এলেও তুন্দ্রা বিন রাজহাসের দেখা মেলে খুবই কম। যত দূর তাঁদের মনে পড়ে সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে (West Bengal) নাকি একবারই এসেছিল এই তুন্দ্রা বিন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram