Ration Cards Found: রাস্তার পাশে পড়ে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড, নেপথ্য় কারণ ঘিরে সন্দেহ
রাজ্যে রেশন দুর্নীতির তদন্তের মধ্যেই এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মিলল একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড। এদিন সকালে রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায় রাস্তার ধার থেকে প্রায় ২০টি ডিজিটাল রেশন কার্ড উদ্ধার হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেশন কার্ডগুলি বাজেয়াপ্ত করে। কোথা থেকে এল এত ডিজিটাল রেশন কার্ড, কেনই বা সেগুলি রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। (Ration Scam)
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS