Bus Accident: সাতসকালে জাতীয় সড়কে বাস উল্টে মৃত্যু হল ২ যাত্রীর,আহত প্রায় ৪০ জন | ABP Ananda LIVE

Continues below advertisement

West Bnegal News: সাতসকালে জাতীয় সড়কে (national highway) উল্টে মৃত্যু হল ২ যাত্রীর। আহত হয়েছেন প্রায় ৪০ জন। সকাল ৬টা নাগাদ উত্তর দিনাজপুরের(north dinajpur) চাকুলিয়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, চাকুলিয়ার মনোরা এলাকায় জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। ঘটনাস্থলেই ২ বাসযাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও খবর, কালনা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে এলাকায় পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির মধ্যে আটকে পড়েন পরিবারের লোকজন। বাড়ির একাংশ ভেঙে তাঁদের উদ্ধার করে দমকল। রয়েছে আরও খবর,  তীর্থযাত্রার পথে চলন্ত বাসে আগুন, ঝলসে মৃত ৮। আগুনে পুড়ে গুরুতর জখম অন্তত ২৪। হরিয়ানার নুহ্ এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। লুধিয়ানা থেকে বারাণসী ও মথুরায় তীর্থ করতে যাচ্ছিলেন ৬০ জন তীর্থযাত্রী। মধ্যরাতে চলন্ত বাসে আচমকা আগুন লাগে। প্রাণভয়ে দিশাহারা হয়ে যান যাত্রীরা। গভীর রাতে আগুন লাগায় অনেকেই বাসের মধ্যে ঘুমোচ্ছিলেন। ঘুমের মধ্যেই অনেকের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ এখনও অজানা।হাওড়া জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় পরচুলা তৈরির কারখানায় আগুন। আগুনে গোটা কারখানা কার্যত পুড়ে ছাই।কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কারখানায় প্রচুর পাট ও প্যাকাটি মজুত থাকায় আগুন দ্রুত ভয়ানক চেহারা নেয়। বেশ কিছু জায়গায় পকেট ফায়ারের কারণে দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram