ABP News

TMC Inner Clash: তৃণমূলে কোন্দল আরও প্রকট, দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক

Continues below advertisement

ABP Ananda LIVE: উত্তর কলকাতায় তৃণমূলে কোন্দল আরও প্রকট, এবার মুখ খুললেন বিবেক গুপ্ত । দলের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক । পার্টির মধ্যে সমান্তরাল ব্যবস্থা চালুর চেষ্টা, কেউ কেউ বিধায়ক হতে চাইছেন' । কাউন্সিলররা জিতে যাচ্ছেন, আর বিধায়ক-সাংসদরা হারছেন!' । আমি বিধায়ক হয়েছিলাম বলে সঞ্জয় বক্সীর পরিবারের খারাপ লেগেছিল' হঠাৎ করে তাপস রায়ের মুখে কেন সঞ্জয় বক্সীর গুণগান? প্রশ্ন বিবেক গুপ্তর । 'হঠাৎ ৪ বছর পর কেন এসব বলছেন?' । বিবেক গুপ্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন সঞ্জয় বক্সীর । বিবেক গুপ্তর কথার কোনও জবাব দেব না' । সাংসদ থাকাকালীন অন্য দলের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন বিবেক' । জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ককে পাল্টা আক্রমণ বিজেপি নেতা তাপস রায়ের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram