Rajasekhar Mantha:'শুধু আমার নয়, অন্য বিচারপতিদের এজলাসের সামনেও যেন না হয়',মন্তব্য বিচারপতি মান্থার
বিচারপতি মান্থার এজলাসের সামনে বিক্ষোভে নিন্দার ঝড়। 'এই এজলাসের সামনে আর কিছু হবে না, দ্রুত সমস্যার সমাধান হবে'। বিচারপতি মান্থাকে আশ্বস্ত করলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক। তবে দু’পক্ষ না থাকলে কোনও মামলার রায় না দেওয়ার অনুরোধ। 'আমার অনুরোধ, আদালতের সম্মান নষ্ট করবেন না'। 'শুধু আমার এজলাস নয়, অন্য বিচারপতিদের এজলাসের সামনেও যেন না হয়'. 'অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে', মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।
Tags :
Calcutta High Court Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Rajasekhar Mantha