AGC Bose College: ছেঁড়া জিন্স বা অশালীন পোশাক নয়, এবার মুচলেকা দিতে হচ্ছে কলেজ পড়ুয়াদের!

ছেঁড়া জিন্স পরে কলেজে যাব না। ভর্তি হওয়ার আগে পড়ুয়াদের এই মর্মেই মুচলেকা দিতে হচ্ছে দক্ষিণ কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস কলেজে! আর সেই মুচলেকায় সই করতে হচ্ছে অভিভাবকদেরও! এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে শিক্ষাক্ষনে নীতি-পুলিশির। যদিও অধ্যক্ষের সাফ কথা, ওসব স্বাধীনতা কলেজ গেটের বাইরে।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola