NRS Hospital: অস্ত্রোপচার না করে ফেলে রাখায় টালিগঞ্জের যুবকের মৃত্যু বলে অভিযোগ
Continues below advertisement
এমআর বাঙুর (MR Bangur), এসএসকেএম (SSKM), ন্যাশনাল মেডিক্যাল (National Medical) ঘুরে এনআরএস (NRS)। রেফারের পাশাপাশি, অস্ত্রোপচার না করে ফেলে রাখায় টালিগঞ্জের যুবকের মৃত্যু বলে অভিযোগ পরিবারের। অভিযোগ অস্বীকার করেছেন NRS-এর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এমআর বাঙুর... এসএসকেএম... ও চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
Continues below advertisement