NRS Youth Dead: সরকারি হাসপাতালে ফের রেফার-রোগ, মৃত্যু যুবকের
ফের সরকারি হাসপাতালে (Govement hospital) রেফার-রোগ (Refer)। ৩টি হাসপাতাল ঘুরে এনআরএস (Nrs)-এ রোগী (Patient) মৃত্যুর (Youth death) অভিযোগ। এম আর বাঙুর (Mr bangu), এসএসকেএম (sskm), চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল (Chittaranjan national medical college) রোগীকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ পরিবারের (Family)। পরিবারের দাবি, খেলতে (Play) গিয়ে চোট পান ওই যুবক(Young man)। এরপর বাইক (Bike) থেকে পড়ে (Accident) গিয়ে গুরুতর আহত (Injured) হন তিনি (He)। পরিবারের অভিযোগ (Complain), অস্ত্রোপচারের (Surgery) জন্য নিয়ে যাওয়া হলেও, চিকিৎসক (Doctor) আসেননি এনআরএস-এ। বিনা চিকিৎসায় (Medical treatement) ফেলে রাখায় আজ সকালে যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয়েছিল, তখনই রোগীর মৃত্যু হয়, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের (Hospital incharge)।