Nurshing Agitation: বিক্ষোভকারী নার্সদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, উত্তাল স্বাস্থ্য ভবন চত্বর।Bangla News
Continues below advertisement
বাছাই প্রার্থীদের শূন্যপদে নিয়োগের দাবিতে এবার স্বাস্থ্য ভবনের সামনে নার্সিং চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। এদিন স্বাস্থ্য ভবনের সামনে জড়ো হওয়ায় বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ। এরপর রাস্তার আরেকদিকে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিং চাকরিপ্রার্থীরা। এর আগে গতকাল চাকরির দাবিতে সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে নার্সিং চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। এক বিক্ষোভকারী বলেন, ‘আমাদের চাকরি নিয়ে এই টানাটানি অনেক দিন ধরে চলছে, আজকে আমরা সদুত্তর না নিয়ে কিছুতেই যাব না।'
Continues below advertisement
Tags :
Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ananda Live Saltlake Protest Digital এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ চাকরির দাবি Nursing Job Seekers Health Recruitment Board ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগে দুর্নীতি এবিপি আনন্দ