Nusrat Jahan: 'যে নথি চাওয়া হয়েছিল সব জমা দেননি', ফের নুসরত জাহানকে তলব ইডি-র
রাজারহাট ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানের কাছে আরও নথি চাইল ইডি
যে নথি চাওয়া হয়েছিল সব জমা দেননি নুসরত, দাবি ইডি-র
এবার বাকি নথি নুসরত জাহানের কাছে চেয়ে পাঠাল ইডি
সংস্থার অপর অধিকর্তা রাকেশ সিংহকেও ফের তলব
রাকেশ সিংহকে দ্বিতীয়বার তলব করল ইডি
আগামী সপ্তাহে রাকেশ সিংহকে ফের হাজিরার নির্দেশ
এই সংস্থার দুই অধিকর্তা নুসরত জাহান এবং রূপলেখা মিত্রকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি
সেই বয়ানের সঙ্গে রাকেশ সিং-এর বয়ান মিলিয়ে দেখতে চায় ইডি
Tags :
Flat Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Ed Scam ABP Ananda Bengali News Nusratjahan