Nusrat Jahan: শেষ বয়সে একটা পোক্ত ছাদের স্বপ্ন দেখেছিলেন, সমস্ত সঞ্চয় খুইয়ে এখন স্বপ্নভঙ্গের আশঙ্কায় একাধিক প্রবীণ
ডানলপের সুশান্তকুমার হাজরা, লেকটাউনের নির্মলকুমার বণিক, যাদবপুরের কৌশিককুমার দাস বা বেহালার কান্তি চক্রবর্তী। মাথার ওপর শেষ বয়সে একটা পোক্ত ছাদের স্বপ্ন দেখেছিলেন। তারজন্য দিয়েছিলেন সারাজীবনের সঞ্চয়ের একটা বড় অংশ। এখন প্রায় সমস্ত সঞ্চয় খুইয়ে, উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁরা।