OBC Case: নতুন OBC বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের, ভর্তি কীভাবে হবে? উঠছে প্রশ্ন | ABP Ananda

ABP Ananda Live: কলেজ বিশ্ববিদ্য়ালয়ে ভর্তির পোর্টাল চালু হয়েছে। কিন্তু তারমধ্য়েই সরকারের নতুন OBC বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। প্রশ্ন উঠছে, ভর্তি কীভাবে হবে? যদিও এ নিয়ে এখনও কিছুই খোলসা করেনি রাজ্য় সরকার। আর এই অবস্থায় ধন্ধে পড়েছেন ছাত্রছাত্রী এমনকী কলেজ কর্তৃপক্ষ! প্রশ্ন উঠছে SSC-এর শিক্ষক নিয়োগের যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়েও।

 

 টানা বৃষ্টিতেও ভোটদানের উৎসাহে নেই কমতি, ছাতা মাথায় নিয়েই নদিয়ার কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন বুথে চলছে ভোটদান পর্ব

বিরূপ আবহাওয়া। বুধবার রাত থেকেই চলছে বৃষ্টি। কিন্তু তাতেও মানুষের ভোটদানে উৎসাহের খামতি দেখা যায়নি নদিয়ায়। বৃষ্টি মাথায় করেই ছাতা নিয়ে সকাল সকাল ভোট দিতে বিভিন্ন বুথে হাজির হয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, এরপর কাজে বেরোতে হবে। তাই সকালে তাড়াতাড়ি ভোট দিয়ে যাচ্ছেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola