OBC Observation : 'চূড়ান্ত অসহায় আমরা', শিক্ষামন্ত্রীকে কী অনুরোধ CU-র অন্তর্বর্তী উপাচার্যর ?

ABP Ananda Live: 'অতি দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করা উচিত', ভর্তি প্রসঙ্গে জানালেন CU-র অন্তর্বর্তী উপাচার্য। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এক মাস পার! কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখনও শুরু হল না ভর্তি। এখনও খোলেনি ভর্তির পোর্টাল। কবে খুলবে ভর্তির পোর্টাল? OBC সংরক্ষণ জটের সমাধান কবে কীভাবে হবে? প্রশ্ন পড়ুয়া থেকে অভিভাবকদের। ৭ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

 

পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক

বোলপুর থানার আইসিকে গালিগালাজের পর পুলিশি তলব এড়াতে যে মেডিক্য়াল সার্টিফিকেট জমা দিয়েছেন অনুব্রত মণ্ডল, তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। মেডিক্যাল সার্টিফিকেট দিয়েছেন চিকিৎসক হিটলার চৌধুরী! ব্লক মেডিক্য়াল অফিসার অফ হেলথ! অর্থাৎ সরকারি চিকিৎসক। অথচ তিনি যে মেডিক্য়াল সার্টিফিকেট অনুব্রত মণ্ডলকে ইস্য়ু করেছেন তাতে লেখা শান্তিনিকেতন মেডিক্য়াল কলেজ অ্য়ান্ড হাসপাতাল।
নিয়ম বলছে একজন BMOH কখনও কোনও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হতে পারেন না! তদন্তের নির্দেশ দিয়েছে বেসরকারি মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola