Panchayat Election: মনোনয়নে বাধা, পূর্ব বর্ধমানের বড়শুলিতে সিপিএমের প্রতিরোধের মুখে তৃণমূল
Panchayat Election: মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে থেকেই সুর চড়াচ্ছিলেন সিপিএম নেতারা। তারা বলছিলেন, দু হাজার আঠারো, আর দু হাজার তেইশের পরিস্থিতি এক নয়। এবার হামলা হলে, পাল্টা প্রতিরোধ তৈরি হবে। মনোনয়ন পর্বে একাধিক জায়গায় দেখা গেল, সেই 'রিভার্স স্য়ুইং'-এর ছবি!!