Obstructive Sleep Apnea: স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত বাপী লাহিড়ি, কী এই অসুখ? | ABP Exclusive
Continues below advertisement
স্লিপ অ্যাপনিয়ায় (Obstructive sleep apnea ) আক্রান্ত ছিলেন বাপী লাহিড়ি (Bappi Lahiri)। কী এই অসুখ, যা ৭০ এ পৌঁছানোর আগেই কেড়ে নিল প্রাণ? Obstructive Sleep Apnea। এবিপি লাইভকে বিশিষ্ট চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানালেন , এই রোগ আসলে শ্বাসযন্ত্র ও শ্বাসনালীর জটিল সমস্যা । তবে বিরলও নয়।
অনেকেই নাক ডাকার সমস্যায় ভোগেন। কিন্তু কারও কারও নাক ডাকা অস্বাভাবিক বেশি ! যে পেশীগুলির মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিটি চলে. তা ঘুমিয়ে পড়া কালীন শ্লথ হয়ে পড়ে। কাজের গতি কমে যায়। এর ফলে শ্বাসনালী সঙ্কুচিত হয়ে যায়। ঘুমের মধ্যে সঠিক ভাবে শ্বাস নেওয়া যায় না। সরু নালী দিয়ে যখন শ্বাসবায়ু যেতে চায়, তখন যে চাপ তৈরি হয়ে শব্দ হয়, তাকেই বলে নাক ডাকা। সমস্যা আরও জটিল হয়ে যায় সঠিক চিকিৎসা না হলে।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ABP Exclusive ABP Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Bappi Lahiri Demise Obstructive Sleep Apnea Obstructive Sleep Apnea Facts Heath News Exclusive Videos