Old age Scheme:বয়স ৬০-এর নীচে হওয়া সত্ত্বেও মিলছে 'বয়স্ক ভাতা', এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নদিয়ায়
ABP Ananda LIVE: বয়স ৬০-এর নীচে, কিন্তু খাতায়-কলমে তিনি বৃদ্ধ। তাই মিলছে ভাতা (Old Age Scheme)। আর যাঁরা সত্যিই বৃদ্ধ, তাঁরা আজও 'তরুণ'। তাই ভাতার কোনও প্রশ্নই নেই। অনিয়মের এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নদিয়ায় (Nadia)। ব্লক প্রশাসন সূত্রে খবর, তদন্ত করে বাতিল করা হয়েছে অভিযোগ ওঠা ভাতা প্রাপকদের নাম। কিন্তু নামগুলি তালিকায় উঠল কী করে? প্রশ্ন উঠছে।