Dengue Death: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু প্রৌঢ়ের। ABP Ananda Live

Continues below advertisement

Dengue Situation: কলকাতায় ফের প্রাণঘাতী ডেঙ্গি (Dengue Death)। এবার মৃত্যু হল ঠাকুরপুকুরের (Thakur Pukur) এক বাসিন্দার। মৃতের নাম পরেশ সাউ। পরিবারের দাবি, ৬৩ বছরের ওই ব্যক্তিকে গত ২৯ সেপ্টেম্বর নিউ আলিপুরের বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধেয় তিনি মারা যান। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। এই নিয়ে বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫০ জনের। কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন পরেশ সাউ। এলাকায় পাকা রাস্তা নেই। নিকাশি বেহাল। প্রতিবার বর্ষায় জমা জল ঠেলে যাতায়াত করতে হয়। স্থানীয় তৃৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের প্রতিবেশীরা।কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।ডেঙ্গি (Dengue) নিয়ে কলকাতা হাইকোর্টের (High Court) দ্বারস্থ চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে দায়ের জনস্বার্থ মামলা । অবিলম্বে বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল কমিশন (Medical Commission) গঠন করে নজরদারির আর্জি ।  যত্রতত্র আবর্জনা ও জমা জল পরিষ্কার করতে নির্দেশ দিক আদালত,  আবেদন মামলায়। রক্ত পরীক্ষার জন্য মোবাইল ইউনিট চালু করার আবেদন। রাজ্য ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ, পুরসভা ও পঞ্চায়েতগুলি কাজ করছেন না বলে অভিযোগ। ডেঙ্গি নিয়ে কেন্দ্রকে সঠিক পরিসংখ্যান দিচ্ছে না রাজ্য, অভিযোগ মামলায় আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram