OMR Sheet: এবার ফুটপাতের দোকানে মিলল OMR শিট, লেখা রয়েছে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর | ABP Ananda LIVE

Continues below advertisement

নিয়োগ দুর্নীতিতে OMR শিট নিয়ে বিতর্কের মাঝেই এবার বেহালার (Behala) ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ফুটপাতের দোকানে সালওয়ার কামিজের প্যাকেটে মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Culcutta University) OMR শিট। এই OMR শিটগুলি কোনওটা ২০১৬, আবার কোনওটা ২০১৮ সালের। তাতে লেখা রয়েছে পরীক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন ও রোল নম্বর। গতকাল ওই দোকানে কেনাকাটা চলছিল। আচমকাই এক পথচারীর নজরে পড়ে জামার ভাঁজে ঢোকানো রয়েছে OMR শিট। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি বেহালা থানার পুলিশ গিয়ে OMR শিটগুলি উদ্ধার করে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, এগুলি বি,কম পরীক্ষার OMR শিট। তিন বছর পরপর এগুলি নিয়ম মেনে নষ্ট করা হয়। তারপরও OMR শিটগুলি কী করে দোকানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram