ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন প্রভাবশালীদের নাম রয়েছে, দাবি ইডির

Continues below advertisement

শিক্ষক নিয়োগ (Recruitment) দুর্নীতিতে (Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ছাড়াও আরও নতুন প্রভাবশালীদের নাম রয়েছে, এবার প্রোমোটার অয়ন শীলকে (Ayan Sil) জেরা করে এমনই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি (ED)। 

অয়নকে জেরা করে মিলেছে ৪ থেকে ৫ জনের নাম, দাবি ইডি-র। জেরায় প্রভাবশালীদের নাম জানিয়েছেন অয়ন, এমনটাই বলা হয়েছে ইডির তরফে। শুধু তাই নয়, ম্যারাথন তল্লাশিতেও প্রভাবশালীদের সঙ্গে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে, খবর ইডি সূত্রে। এছাড়াও অয়ন শীলকে জেরা করে বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, দাবি ইডি-র।                                                       

৩৭ ঘণ্টা ধরে প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। ইডি-র দাবি অনুযায়ী, প্রোমোটারের অফিসের এই ড্রয়ার থেকে উদ্ধার হয়েছে একের পর এক OMR শিট ও নিয়োগ সংক্রান্ত নথি। ২০১২-র টেটেও হয়েছে কোনও দুর্নীতি? কেন এই প্রশ্ন ?  শুধু ২০১৪-র নয়, ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামও মিলেছে অয়ন শীলের অফিসে, দাবি ইডি-র। অয়ন শীলের অফিসে মিলেছে ২০১২-র টেট পরীক্ষার্থীদের নামের তালিকা, খবর ইডি সূত্রে। তবে কি ২০১২-র টেটেও হয়েছে কোনও দুর্নীতি? উঠছে প্রশ্ন। রাজ্যজুড়ে দুর্নীতি চক্রে মিলেছে ২০ জন এজেন্টের হদিশ ।           

শুধু তাই নয়, ওই অফিসের দেওয়ালে ঝুলছে বিভিন্ন সরকারি দফতরের NOC সার্টিফিকেট। বাড়ির মালিকের দাবি, সরকারি ঠিকাদার পরিচয়ে এই অফিস ভাড়া নিয়েছিলেন অয়ন শীল।             

শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ বিপুল নথি! ইডি সূত্রে এমনই দাবি করার পর প্রশ্ন উঠছে, শিক্ষায় নিয়োগ দুর্নীতির পাশাপাশি রাজ্যের অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও কি দুর্নীতি হয়েছে? বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও কি সক্রিয় ছিল বেআইনি চক্র? কথায় বলে, কেঁচো খুঁড়তে কেউটে!  বিরোধীরা বলছেন, প্রবাদের সঙ্গে বাস্তব যেন মিলে গেল রবিবার এক দুর্নীতির তদন্তের রাস্তায় হাঁটতে গিয়ে এবার সামনে এল আরেক দুর্নীতির আভাস!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram