7Tay Bangla: ২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। Bangla News
২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা। বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কিছু রাস্তা থাকবে একমুখী । উত্তর থেকে দক্ষিণ একমুখী থাকবে আমহার্স্ট স্ট্রিট, ব্রেবোর্ন রোড । দক্ষিণ থেকে উত্তর একমুখী থাকবে কলেজ স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট। একমুখী থাকবে কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি । একমুখী থাকবে হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড ।একমুখী থাকবে পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট , পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড
Tags :
ABP Ananda Traffic Jam ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ TMC Rally এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ