Panchayat Election: পঞ্চায়েত ভোটের মনোনয়নের তৃতীয় দিনে, অব্য়াহত রক্তপাত
Panchayat Election: পঞ্চায়েত ভোটের মনোনয়নের আজ তৃতীয় দিন। আজও অব্য়াহত রক্তপাত। জেলায় জেলায় আজও দেখা গেল অশান্তির ছবি। বর্ধমান থেকে বাঁকুড়া, কাকদ্বীপ থেকে নাকাশিপাড়া, দুর্ভাগ্যজনক ছবি ধরা পড়ল নানা দিকে