Panchayat Election : মনোনয়ন পর্বের তৃতীয় দিনে রানিনগরের লাঠি, বাঁশ হাতে তৃণমূলের বাইক মিছিল
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকে অশান্তির ভরকেন্দ্রে পরিণত হয়েছে মুর্শিদাবাদ (Murshidabad)। ভোটের মনোনয়ন (Panchayat Election Nomination) পর্বের তৃতীয় দিনে রানিনগরের (Raninagar) ২ নম্বর ব্লকে দেখা গেল, লাঠি, বাঁশ হাতে তৃণমূলের (TMC) বাইক মিছিল! এদিন, কংগ্রেস (Congress) ও সিপিএম (CPM) কর্মীদের মনোনয়নে বাধা দিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ তুলেছে তৃণমূলও। ABP Ananda LIVE
Tags :
Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 WB Panchayat Poll 2023