BJP: 'রাস্তায় আটকালে গাড়ি থেকে নেমে টুঁটিটা ধরে গঙ্গার জলে চোবাবেন', TMC-কে হুঁশিয়ারি BJP বিধায়কের
তৃণমূলের লোকজন যদি রাস্তা আটকায়, গাড়ি থেকে নেমে টুঁটিটা ধরে গঙ্গার জলে চোবাবেন। অমিত শাহর সভার প্রস্ততি কর্মসূচিতে এইভাবেই হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক। চড়ের পাল্টা কামড়ানোরও নির্দেশ দিলেন অমরনাথ শাখা। কলকাতায় সভায় লোক হবে না বলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।