Sandeshkhali: সন্দেশখালি মামলায় একের পর এক নাটকীয় মোড়! জামিনের পর ফের গ্রেফতার
সোমবার সন্ধে থেকে, সন্দেশখালি মামলায় একের পর এক নাটকীয় মোড়! সন্দেশখালিকাণ্ডে ধৃত, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংকে সোমবার জামিন দেয় আদালত। কিনতু, জামিন পেয়ে কোর্ট থেকে বেরোতে না বেরোতেই, বিজেপি নেতা বিকাশ সিংকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে, ফের অন্য় মামলায় গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতার করা হয়, সদ্য় জামিন পাওয়া, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারকেও।