Kalighat House Collapse: কালীঘাটে বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত ১ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কালীঘাটে বাড়ির একাংশ ভেঙে পড়ে আহত ১ । আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে পুরসভা, দেওয়া হয়েছিল একাধিকবার নোটিসও । বাড়ির একাংশ ভেঙে পড়ার পর পৌঁছায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও পুরসভার আধিকারিকরা । বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে দেয় পুরসভার আধিকারিকরা

কদিন পরেই সংসদে বাজেট অধিবেশন। তার আগে মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১১ জুলাই তিনি মুম্বই পৌঁছেছেন। আজ একাধিক মিটিং রয়েছে মমতার। এদিন মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তারপরেই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। 

এতদিন উদ্ধবের (Uddhav Thackeray) সঙ্গে সাক্ষাতের পরে মমতা বলেছেন, 'এবার কেন্দ্রের সরকার কিন্তু স্থায়ী সরকার নয়। খেলা শুরু হয়ে গিয়েছে, চলতে থাকবে।' এদিন শরদ পওয়ারের সঙ্গেও দেখা করেছেন মমতা। সূত্রের খবর, সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস, শিব সেনা (উদ্ধব) এবং এনসিপি (শরদ)- এরা সবাই মিলে সমঝোতার মাধ্যমে বিজেপিকে কড়া টক্করের মুখে ফেলার পরিকল্পনা শুরু করতে পারেন। সেই আবহেই হতে পারে আলোচনা। এর আগে লোকসভা নির্বাচনে INDIA  জোট মহারাষ্ট্রে এনডিএ-কে কড়া টক্করে ফেলেছিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram