Sand Smuggling: এবার পুলিশের জালে বালি পাচার চক্রের পাণ্ডাদের অন্যতম বাপি নস্কর
Continues below advertisement
সোনারপুরের খেয়াদায় বালি পাচার চক্রের পাণ্ডাদের অন্যতম বাপি নস্কর এবার পুলিশের জালে। এই নিয়ে বালি-চুরির কারবারে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। তবে মূল অভিযুক্তদের অনেকেই এখনও পলাতক। সোমবার রাতে বাপি নস্কর ওরফে তোতলা বাপিকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদায় প্রশাসনের নাকের ডগায় চলছিল টন টন সিলভার স্যান্ড বা সাদা বালির খাদান। এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর, রাতারাতি অভিযান চালিয়ে বেশ কয়েকটি খাদান বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
Continues below advertisement